বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ ও বাংলাদেশের শিক্ষক সমাজ
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ ও বাংলাদেশের শিক্ষক সমাজ -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল) Published in newspaper: 1. https://drive.google.com/file/d/1UydZf5LZwscV1dsZdLSzvLtOxQwH0qpr/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com/bn/news/world-teachers-day-and-the-bangladesh-teachers-union-344905 3. https://www.amaderbarta.net/bn/news/world-teachers-day-and-the-bangladesh-teachers-union-344905 গ্লোবাল ভিলেজের এই যুগে আবারও এক বছর পরে আসা বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বের শিক্ষকগণ যে আনন্দ উল্লাস আর নতুন উদ্যোমে নতুন দিগন্তের পানে পথ চলার শক্তি নিয়ে এগিয়ে চলে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষক জাতি এবার মনে হয় ততটা আগ্রহ নিয়ে বিশ্ব শিক্ষক দিবসকে খুব একটা মনেপ্রাণে গ্রহণ করার ক্ষেত্রে হীনমন্যতায় ভুগছেন দেশের শিক্ষক জাতির মানসম্মান যেখানে ধুলোয় মিশে যাওয়ার মত অবস্থা আর এ অবস্থায় শিক্ষকগণ ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় থেকেও মুখে শুষ্ক হাসি নিয়ে হয়তো কোন রকমে দিবসটি অতিবাহিত করছে অথবা পালন করছে মনের মাঝে কোন রকম আত্মতুষ্টির ঢেকুর না গিলেই। গত এক বছরে আমাদের দেশের শিক্ষক জাতিকে ব...