অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী, কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ও প্রেক্ষিত
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী, কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ও প্রেক্ষিত
-- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)
Published in newspaper:
1. https://drive.google.com/file/d/1D6XAJVMRT5yF5oWzIvk_CC3Dy8QD7LbN/view?usp=drive_link
শিক্ষক নামক মহান পেশাটির সাথে দেশের সর্বস্তরের মানুষের আধ্যাত্মিক সম্পর্কের পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের একটা মেলবন্ধন সেই যুগের পর যুগ ধরেই চলে আসছে তা যে কোন স্তরের শিক্ষকই হোক না কেন। এবং দেশের শিক্ষা দানের সাথে জড়িত মানুষজন দূর্বল সামগ্রিক আর্থসামাজিক অবস্থার মধ্যে থেকেও এই মহান পেশার সাথে তাল মিলিয়ে চলতে কখনো পিছপা হয়েছেন কি না তা জানা নেই বরং শিক্ষক জাতির বিভাজন এ ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসাবে মাঝেই মাঝেই আলোচিত সমালোচিত কম হয়নি এবং চিত্রটা এরকমই যে সরকারি বেসরকারি বৈষম্য নামক বিষবাষ্পের কালো থাবায় দেশ ও জাতির মেরুদণ্ড গঠনে হোচট খাওয়াও অস্বাভাবিক কোন ঘটনাও নয় যা রাষ্ট্রের সরকারের উদাসীনতায় গতানুগতিক ধারায় প্রবহমান কোন এক জাতি গঠন যা প্রকৃতির নিয়মের মতই চলছে এবং শিক্ষা ব্যবস্থার এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষকগণের প্রতি সরকারের বিমাতাসুলভ আচরণও কিন্তু যুগে যুগে প্রতিফলিত হয়ে আসছে। তবে আশার বাণী আর স্বদিচ্ছার কথা এমন কোন রাজনৈতিক দল বা সরকার নেই যে বলে না এবং সেটা শুধু রাজনীতি ও ক্ষমতা পাওয়া আর ধরে রাখার স্বার্থেই তাদের এরকম মুখরোচক কথা আর স্বীকারোক্তি কিন্তু জাতি গঠনের বিরাট অংশের শিক্ষকগণ কম শুনে নাই। রাষ্ট্র পরিচালনায় নিয়মিত সরকার তত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার সে যে সরকারই আসুক না কেন নিজেদের আখের গোছানোয় ব্যস্ত সবাই। সাথে প্রশাসনও একই ধারায় চলে থাকে এবং তা আমাদের মত দেশের নাগরিকগণ অহরহই পর্যবেক্ষণ করছি। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোটপাট হয়, পাচার হয়, উন্নয়নের নামে আত্মসাৎ হয় নিজেরা হাজার কোটি টাকার প্রতিষ্ঠান গড়ে তোলে যারাই ক্ষমতায় যায়। আর বেচারা বেসরকারি শিক্ষক কর্মচারীগণ আশায় আশায় থাকতে থাকতে শেষে অবসরে গিয়ে যার পর নাই চরম দূর্গতি ও বঞ্চনার শিকার হয়ে পার করে দূর্বিষহ জীবন। হ্যাঁ আমি সেই বেসরকারি এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কথাই বলতে এসেছি এবং এই বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের দূর্বিষহ জীবনের কথা আর কেউ ভাবুক বা না ভাবুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের এ নিয়ে ভাবা এবং আশু কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বেসরকারী শিক্ষক কর্মচারী জগতে ইতিহাস হয়ে থাকবেন এই কামনা সমগ্র বেসরকারি শিক্ষক কর্মচারী জাতির।
তথ্য মতে বাংলাদেশের সরকারি বেসরকারি প্রায় নয় লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছেন যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ বেসরকারি শিক্ষক কর্মচারী যাদের একটা অংশ প্রতিনিয়তই অবসরে যায় অর্থাৎ সেই হিসাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার কাছাকাছি শিক্ষক কর্মচারী অবসরে আছে যারা নিজের জমানো কল্যাণ তহবিল আর রাষ্ট্র প্রতিশ্রুত অবসর সুবিধা টাকা পাওয়ার আশায় দিন গুনছেন। এ ক্ষেত্রে অবসরজীবনে তাঁদের নিজস্ব জমানো কল্যান তহবিল ও অবসরসুবিধার টাকা পেতে বছরের পর বছর অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় বাকী জীবন পার করতে হয়। অথচ রাষ্ট্রের দায়িত্ব এবং একান্তই জরুরি কর্তব্য প্রতিটি শিক্ষক কর্মচারীর অবসরপ্রাপ্তির পরপরই তাদের সমুদয় পাওনা মিটিয়ে দিয়ে তাদের একটি সুন্দর অবসরকালীন জীবন অতিবাহিত করার জন্য ব্যবস্থা করার । আর এই মহত কাজটি করতে রাষ্ট্র অথবা সরকারের স্বদিচ্ছাই যথেষ্ট। আর এই স্বদিচ্ছা ও আন্তরিকতার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই পারেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের এই দূরাবস্থা থেকে পরিত্রাণ করার। এ ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে বড় জোর পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দিলেই হয়তো হয়ে যাবে এবং যেহেতু মহামান্য উচ্চ আদালত থেকেও নির্দেশনা আছে ছয় মাসের মধ্যেই অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার পাওনার টাকা বুঝিয়ে দেয়ার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহবান অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের দৈন্য দূর্দশা লাঘবে অতিসত্বর প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন যা বেসরকারি শিক্ষক জাতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে এবং এই সহজ কাজটা শুধু ড. মুহাম্মদ ইউনূসের মত বিশ্বখ্যাত নোবেল বিজয়ীই পারবেন বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণের ন্যায্য পাওনা অতি দ্রুত সময়ে বুঝিয়ে দিয়ে তাদের একটু শান্তিতে রাখবেন।
--
মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)
Retired Senior Teacher (English)
ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট পঞ্চগড়
ফোন- ০১৭১৬৮৪৯৮৪৮
হোয়াটসঅ্যাপ- ০১৭০১৯৮০১৮১
ইমেইল- azharul1965@gmail.com


Comments
Post a Comment