ছোট গল্প ' দূরে কোথাও '
ছোট গল্প ' দূরে কোথাও ' ----- মোঃ আজহারুল ইসলাম জুয়েল Published in newspaper: 1. https://drive.google.com/file/d/1c_Rzxfmp7B9t_Qv77SShSsg_8QrdLb5q/view?usp=drive_link 2. https://nagorik.prothomalo.com/ayojon/8yc6z2jox7 ---- পুকুরটা কত বড় হবে তা বুঝতে না পারলেও অনুমান, এরকম পুকুর জীবনে এই প্রথম, পুকুরের পাড়গুলো যেন অন্ধকারের রাজ্য, দিনের বেলায়ও নিজের শরীর দেখতেও চোখ বড় বড় করতে হয়, ঐ যে, আমাদের মহারাজার দিঘী অথবা রামসাগর, ওরাও লজ্জা পাবে পুকুরটার বিশালতায়! তবে সৌন্দর্য্যে বিমোহিত হয়েও এর পুরোটা দেখার সৌভাগ্য হয়নি আমার। আমার গিন্নীসহ বেড়ানোর এক ফাঁকে এই রকম বিশাল পুকুরের সন্ধান পাবো তা কল্পনায় আসেনি কখনো। হেঁটে চলছি আমরা, মাঝে মধ্যেই সূর্যের আলোর হাতছানিতে চোখে পরছে পুকুর পাড়ের অপরূপ সৌন্দর্য্যের সমারোহ। এরকম উচু সারি সারি গাছ টিভিতে দেখেছিলাম বহুবার, আজ স্বচক্ষে। হঠাতই পায়ের জুতোয় কিছু একটা আটকানো অনুভব করতে জুতাটা খুলতে খুলতেই হাত থেকে ছিটকে কোথায় যেন হারিয়ে গেল, ঠাওর করতে পারছিলাম না, অগত্যা জুতোর অভাবে বৌকে বললাম, “ তুমি ঠিক আছো তো? আমি তো আর হাটতে পারছি না!” পা’য়ে কোন কি...