Posts

Showing posts from September, 2025

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী, কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ও প্রেক্ষিত

Image
  অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী, কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ও প্রেক্ষিত -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)  Published in newspaper:   1. https://drive.google.com/file/d/1D6XAJVMRT5yF5oWzIvk_CC3Dy8QD7LbN/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com/bn/news/welfare-fund-and-retirement-benefits-for-private-teachers-343351     শিক্ষক নামক মহান পেশাটির সাথে দেশের সর্বস্তরের মানুষের আধ্যাত্মিক সম্পর্কের পাশাপাশি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের একটা মেলবন্ধন সেই যুগের পর যুগ ধরেই চলে আসছে তা যে কোন স্তরের শিক্ষকই হোক না কেন। এবং দেশের শিক্ষা দানের সাথে জড়িত মানুষজন দূর্বল সামগ্রিক আর্থসামাজিক অবস্থার মধ্যে থেকেও এই মহান পেশার সাথে তাল মিলিয়ে চলতে কখনো পিছপা হয়েছেন কি না তা জানা নেই বরং শিক্ষক জাতির বিভাজন এ ক্ষেত্রে একটা বড় অন্তরায় হিসাবে মাঝেই মাঝেই আলোচিত সমালোচিত কম হয়নি এবং চিত্রটা এরকমই যে সরকারি বেসরকারি বৈষম্য নামক বিষবাষ্পের কালো থাবায় দেশ ও জাতির মেরুদণ্ড গঠনে হোচট খাওয়াও অস্বাভাবিক কোন ঘটনাও নয় যা রাষ্ট্রের সরকারের উদাসীনতায় গত...