পঞ্চগড়, সম্ভাবনাময় পর্যটন শিল্প ও করনীয়
পঞ্চগড়, সম্ভাবনাময় পর্যটন শিল্প ও করণীয় -- আজহারুল ইসলাম জুয়েল Published in newspaper: https://drive.google.com/file/d/1e06Us6gaQgGqAcE6mwH4J6ItqBSNPPdO/view?usp=sharing https://nagorik.prothomalo.com/reader/4iua96qyex --------------------------------- হিমালয়কন্যা খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশের উত্তরের সমতলভুমি সরল সাধাসিধে শান্ত প্রকৃতির মানুষের এলাকা পঞ্চগড় ইতোমধ্যে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে চা শিল্পের জন্য আর তার সাথে বাড়তি পাওয়া প্রকৃতির নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও উন্নতমানের বালি আর পাথরের জন্য নামডাক তো আছেই আমাদের এই হিমালয় কন্যার। উপরন্তু এর সাথে সরকারি বেসরকারি এনজিও ও ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা কিছু বিনোদন পার্ক চাবাগান যেমন তেঁতুলিয়া ডাকবাংলো আনন্দধারা ইকোপার্ক হিমালয় পার্ক সহ অসংখ্য চাবাগান ঐতিহাসিক কিছু জায়গা যার মধ্যে উল্লেখযোগ্য মহারাজার দিঘী রাবার ড্যাম মির্জাপুর শাহী মসজিদ বোদেশ্বরী মন্দির ও রক্স মিউজিয়াম। আর অসংখ্য ছোট বড় নদনদীর প্রাকৃতিক দৃশ্য যা পর্যটকগণ উপভোগ করে থাকেন। এমনকি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী পাখপাখালি জীববৈচিত্র্যে ভরপুর পঞ্চগ...