সমসাময়িক রাজনীতি, রাজনীতিবিদ ও সমন্বয়ক
সমসাময়িক রাজনীতি, রাজনীতিবিদ ও সমন্বয়ক -- আজহারুল ইসলাম জুয়েল Published in newspaper: 1. https://drive.google.com/file/d/1sLjXiolitQbWcdF_xV6yl3gVD46KjTGZ/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com/ আজকে যাঁরা জাতীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, একসময় ছিলেন ছাত্র রাজনীতির পুরোধা, রাজনৈতিক নীতি আদর্শ প্রচারের মাধ্যমে নিজেদের মেধা প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনমত গড়ে তোলা ও দলের অনুসারী কর্মী নেতা বানাতেই ব্যস্ত থাকতেন বা আছেন, দলের প্রচার প্রসার কাজই ছিল তাঁদের মূল লক্ষ্য উদ্দেশ্য লেখাপড়ার পাশাপাশি। ষাট, সত্তর আশি অথবা নব্বই দশকের ছাত্ররাজনীতির কিন্তু একটা বড় ঐতিহ্য আছে। তখন বাপের টাকা খরচ করে তাঁরা ছাত্ররাজনীতি করতেন। রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদের নেশায় তাঁরা রাজনীতি করতেন না বা এখনো করেন না বলেই মনে হয় কিন্তু দেশের জনগণের ভালো থাকা, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন এবং এখনো করছেন। সেই সকল জাতীয় ছাত্রনেতৃবৃন্দের অধিকাংশই এখন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ...