Posts

Showing posts from October, 2024

সমসাময়িক রাজনীতি, রাজনীতিবিদ ও সমন্বয়ক

Image
সমসাময়িক রাজনীতি, রাজনীতিবিদ ও সমন্বয়ক -- আজহারুল ইসলাম জুয়েল Published in newspaper: 1.  https://drive.google.com/file/d/1sLjXiolitQbWcdF_xV6yl3gVD46KjTGZ/view?usp=drive_link   2.  https://www.dainikshiksha.com/ আজকে যাঁরা জাতীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, একসময় ছিলেন ছাত্র রাজনীতির পুরোধা, রাজনৈতিক নীতি আদর্শ প্রচারের মাধ্যমে নিজেদের মেধা প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনমত গড়ে তোলা ও দলের অনুসারী কর্মী নেতা বানাতেই ব্যস্ত থাকতেন বা আছেন, দলের প্রচার প্রসার কাজই ছিল তাঁদের মূল লক্ষ্য উদ্দেশ্য লেখাপড়ার পাশাপাশি। ষাট, সত্তর আশি অথবা নব্বই দশকের ছাত্ররাজনীতির কিন্তু একটা বড় ঐতিহ্য আছে। তখন বাপের টাকা খরচ করে তাঁরা ছাত্ররাজনীতি করতেন। রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদের নেশায় তাঁরা রাজনীতি করতেন না বা এখনো করেন না বলেই মনে হয় কিন্তু দেশের জনগণের ভালো থাকা, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন এবং এখনো করছেন। সেই সকল জাতীয় ছাত্রনেতৃবৃন্দের অধিকাংশই এখন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ...

বিশ্ব শিক্ষক দিবস ও বৈষম্য বনাম মর্যাদা

Image
বিশ্ব শিক্ষক দিবস ও বৈষম্য বনাম মর্যাদা -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)  Published in newspaper:   1. https://drive.google.com/file/d/11b6hkxNvGPiwpf-q9GxJk5eraFOScAsQ/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com   --------- ‘আজি হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির’ কবি কাজী কাদের নেওয়াজ-এর ‘শিক্ষকের মর্যাদা’ কবিতা-র এই বিশ্বখ্যাত চরণটিই যেন যুগ যুগ ধরে শিক্ষক সমাজকে সত্যিই অনন্য এক সম্মানের আসনে বসিয়েছে যে আসন থেকে শিক্ষক নামক মহান মানুষটি অকাতরে বিলিয়ে দিয়ে যাচ্ছেন তাঁর জ্ঞানের ভান্ডার, সমৃদ্ধ করে যাচ্ছেন জাতিকে, মেরুদণ্ড সোজা হয়ে দাড়াতে সহায়তা করে যাচ্ছেন কার্পন্যতার কোনরকম তোয়াক্কা না করে। সেই মহান শিক্ষকগণের সম্মানার্থে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। বাংলাদেশেও শিক্ষক সমাজ তাকিয়ে থাকে এই দিনের জন্য একটু আলাদা মন মেজাজে নিজেদের তুলে ধরতে যেদিনটাকে ঘিরেই চলে আগামীতে শিক্ষকতা নামক পথে চলার নতুন স্পৃহায় নতুন উদ্যমে, মনে জাগিয়ে তোলে ‘শিক্ষক মহান’ মর্যাদার সেই মহান সোপানটিকে। ‘শিক্ষক’ নামক পেশাটিকে ‘মহান’ নামক বিশেষনে ঠিক কবে কখন কোন প্রেক্...