Posts

Showing posts from September, 2024

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও করণীয়

Image
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ও করণীয় -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)  Published in newspaper:   1. https://drive.google.com/file/d/13dipqSq2zEFo0vrRnRsoocgQZU4KNlKp/view?usp=drive_link   2. https://www.dainikshiksha.com   --------- এই মুহুর্তে ঠিক এমন একটা সময় মনে পড়ছে যখন ১৯৮২ সালে এইচএসসি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে পরীক্ষার্থী হিসাবে নিজ গ্রামের/পাড়ার একজন অসাক্ষর/নিরক্ষর ব্যক্তিকে অ আ ক খ থেকে সাক্ষরজ্ঞানসম্পন্ন করে গড়ে তুলে নিজের নাম ঠিকানাসহ কিছু লিখতে ও পড়তে পারা অবস্থায় নিজ খরচে কলেজ পরীক্ষা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা যার জন্য কোন মার্ক বা নম্বর ছিল না কিন্তু আত্মতৃপ্তি ছিল যা আজো স্মৃতিতে অম্লান হয়ে আছে। একজন মাধ্যমিক শিক্ষক হিসাবে যদিও সাক্ষরজ্ঞান শেখাতে হয় না তবে একটা উপলব্ধি কাজ করে এবং সেটা হচ্ছে সাক্ষরতার সংগা কিন্তু শুধু সাক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলা নয় অথবা শুধু লিখতে পড়তে পারা নয় বরং ব্যপক অর্থে আর্থসামাজিকভাবে রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে রাষ্ট্রের উপযুক্ত করে গড়ে তোলাও কিন্তু সাক্ষরতার অন্যতম লক্ষ্য। প্রতি বছর সারা বিশ্বে ইউনেস্কোর অধীন আন্তর্জাতিক সা...

অন্তর্বর্তী সরকার ও নির্বাচন

Image
  অন্তর্বর্তী সরকার ও নির্বাচন -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)  Published in newspaper:   1. https://drive.google.com/file/d/1zKDw2iXzdfd9V_DCo1FCGJUbnMgcFZwe/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com --------- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্দলীয় নিরপেক্ষ ছাত্র-জনতার সরকার। প্রথম ধাপে রাষ্ট্র সংস্কারে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপে দেশের সকল নাগরিক আপামর জনগণের ব্যপক সমর্থন রয়েছে তা সহজেই অনুমেয় এবং রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সময় প্রয়োজন রাষ্ট্রের নাগরিকদের স্বার্থে ন্যূনতম ততটুকু সময় দিতে দেশের সুশীল সমাজ থেকে শুরু করে অধিকাংশ রাজনৈতিক দলের একটা মৌন সমর্থন রয়েছে অথবা সরকার সেই সময়টুকু আশা করছে তা ছাত্র-জনতা অনুধাবন করতে পেরেছে। যেহেতু অফিস আদালত দপ্তর সমূহে নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করতে সরকার বদ্ধপরিকর সেহেতু রাষ্ট্রযন্ত্রগুলোকে ঢেলে সাজানোর জন্য সরকার সবসময়ই নাগরিকদের সমর্থন সহযোগিতা কামনা করে আসছেন শুরু থেকেই। এক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীসহ অপরাপর প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অবস্থা ফিরে আস...