Posts

Showing posts from January, 2024

শিক্ষক প্রশিক্ষণ ও বাস্তবতা

Image
শিক্ষক প্রশিক্ষণ ও বাস্তবতা -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল)  Published in newspaper:   1. https://drive.google.com/file/d/1whx9NrotqGAClTOOlhOIjl9_jTtZz22O/view?usp=sharing --------- জীবন ও জীবিকার প্রতিটি ক্ষেত্রেই প্রশিক্ষণ নামক জিনিসটার প্রয়োজন যে কত বেশি তা আবালবৃদ্ধবনিতা কারো কাছে অজানা থাকার কথা নয়। এমন কোন পেশা নাই যেখানে প্রশিক্ষণ নিতে হয় না। তবে প্রশিক্ষণের ধরন ও পার্থক্য থাকাটা অন্য ব্যাপার। হয়তো সেই প্রশিক্ষনটা হতে পারে কাউকে অনুসরণ করে অথবা কারো সাহায্য নিয়ে অথবা নিজেই নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নতুন কিছু শিখে ফেলা যা এক প্রকার বাস্তব প্রশিক্ষণ যার থেকে পরবর্তী বাস্তবতাকে পেরিয়ে যেতে সাহায্য করতে পারে এবং এই যে জীবন ও জীবিকার প্রতিটি ধাপে সামনের কোন কাংখিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনার মোকাবিলা করে এগিয়ে চলাও কিন্তু মনের অজান্তেই শেখা কিছু প্রশিক্ষণের ফল। তবে মঞ্চে অভিনয় করার প্রশিক্ষণটা কিন্তু অন্যগুলোর থেকে অনেকটাই ভিন্ন এবং সেই মঞ্চটা যদি হয় শিখন শেখানো শিক্ষার মঞ্চ বা জ্ঞান অন্বেষণ করা ক্ষুদে দর্শনার্থীদের মঞ্চ যেই মঞ্চে অভিনেতা যখন একজন শিক্ষক তবে তো তাঁকে ...