শিক্ষার্থী শিক্ষক সুসম্পর্ক শিখন শেখানোয় সাফল্য
শিক্ষার্থী শিক্ষক সুসম্পর্ক শিখন শেখানোয় সাফল্য -- মোঃ আজহারুল ইসলাম Published in newspaper: 1. https://drive.google.com/file/d/1OXGahZXnHmMc_3zK3EDlOnxdMtT0XSBs/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com ------- শিক্ষাদান পেশাটি অন্য সব পেশা থেকে একেবারেই ভিন্ন। শিক্ষাদান পেশায় গিভ এন্ড টেক ফরমুলাটি গ্রহনযোগ্য কিনা আমাদের অনেকেরই জানা নেই বরং শিখন শেখানো কাজে একাগ্রচিত্তে নিয়োজিত নিবেদিত যাঁরা তাঁরা সুখ পায় তখন যখন দেখে তাঁর প্রদত্ত জ্ঞানালোকে পরিপূর্ণ সেই শিক্ষার্থীগণ মানবিক গুনাবলী সম্পন্ন সুশিক্ষিত মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, দেশ ও রাস্ট্রের সেবায় আত্মনিয়োগ করেছে ঘুনেধরা সমাজ ভেংগে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার তাগিদে আবার একটা নতুন আধুনিক সমাজ গড়বে বলে হাল ধরেছে। দেশ-বিদেশে তথা সারা বিশ্ব দরবারে তুলে ধরেছে তাঁর শিক্ষার আলোবর্তিকা। তাঁর সেই আলোকবর্তিকা দেখে হয়তো পরিতৃপ্তির ঢেঁকুর গিলে মহান সেই শিক্ষকটি ভুলে যায় তাঁর শিক্ষকতা জীবনের খারাপ সময়গুলো অথবা কষ্টের দিনগুলো। মহান শিক্ষক হয়ে উঠতে পারার সার্থকতা কিন্তু এখানেই। তাইতো শিক্ষাদানে ...