ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সরকার ও প্রেক্ষিত
ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সরকার ও প্রেক্ষিত -- মোঃ আজহারুল ইসলাম (জুয়েল) Published in newspaper: 1. https://drive.google.com/file/d/1nrK5oAOh4ANltKu3d-GUzrw65p3uQYJ9/view?usp=drive_link 2. https://www.dainikshiksha.com/bn/news/dr-muhammad-yunus-and-the-national-government-297838 --------- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস নিজেই উচ্চশিক্ষিত মেধাবী গবেষক দক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুকরণীয় ধৈর্যশীল ব্যক্তিত্ব এবং তাঁর সুনিপুণ দক্ষতায় সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে বিভিন্ন সেক্টরে উচ্চশিক্ষিত মেধাবী দক্ষ গবেষকগণকে দেশের উন্নয়নে কাজে লাগিয়ে খুব দ্রুত দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন এই আশা করতেই পারি। ড. মুহাম্মদ ইউনূসএর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনায় এই নয় মাসের সফলতা ব্যর্থতা বিশ্লেষণ না করার মত এমন মানুষজন খুব কমই আছে। বাস্তবতার নিরিখে, অনলাইন অফলাইন পত্র পত্রিকা আর সামাজিক গণমাধ্যমের বদৌলতে যতটুকু জানা ও বোঝা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার পাল্লাটাই বেশ ভারী। এক্ষেত্রে প্রধা...